নাজমুল হাসান পাপন এর ক্রিকেট ক্যারিয়ার || নাজমুল হাসান পাপন এর পরিচয়

পাপন কে চিনে না বাংলাদেশে এমন কেউ আছে বলে আমার মনে হয় না। তবে বেশি ভাগ মানুষ যানে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। কিন্তু তার শুধু এই একটা পরিচয় নয় ।

নাজমুল হাসান পাপন বাংলাদেশের নাম করা রাজনীতিবিদ ও দ্বাদশ জাতীয় সংসদ সদস্য এবং একাধারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। যিনি বর্তমান বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বরত আছেন। BEXIMCO PHARMA LTD এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরবে ১৯৬১সালে ৩১ মে জন্ম গ্রহন করেন।

নাজমুল হাসান পাপন এর ক্রিকেট ক্যারিয়ার  নাজমুল হাসান পাপন এর পরিচয়


নাজমুল হাসান পাপন এর বাবার নাম জিল্লুর রহমান। যিনি ছিলেন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি। ভাষা আন্দোলনের মাধ্যমে তিনি রাজনীতিতে আসেন। তিনি কিশোরগঞ্জ জেলা- ভৈরব কুলিয়ারচর আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালের ২০শে মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান।

তার মায়ের নাম আইভি রহমান। যিনি বাংলাদেশের এক জন সমাজকর্মীর রাজনিতীবীদ। যিনি ২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে যান আইভি রহমান।তখন তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (ঢাকা) ভর্তি করা হয়। চার দিন হাসপাতালে ভর্তি অবস্থায় ২৪ শে আগস্ট মৃত্যুবরণ করেন।

নাজমুল হাসান পাপন এর ক্রিকেট ক্যারিয়ার ও তার পরিচয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। অনেকেই মনে করে থাকে যে কোন ব্যাক্তি ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারে। তরে এক জন মানুষ যদি ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চাই তাকে কিছু নিম্নতম যোগ্যতা ও আইন মানতে হয় ।প্রথমে তাকে কাউন্সিলর সিপ নিতে হবে এবং কাউন্সিলর হতে হবে । তারপর নির্বাচিত হয়ে আসতে হবে। নির্বাচিত যারা হয়ে আসবে তারা ঠিক করবে কে সভাপতি হবে। সে সভাপতি হবার যোগ্যতা রাখে।

পাপন কোন সময় ক্রিকেট খেলা করিনি । আজ পর্যন্ত তার খেলা কোন রেকট পাবা যায়নি। কিন্তু তিনি মনে প্রাণে ক্রিকেট কে ভালোবাসে। এই কথা তিনি মিডিয়া সামনে অনেক বার বলেছে। তাই তিনি ধীরে ধীরে ক্রিকেটের ভিতর প্রবেশ করেন।

তিনি আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির সভাপতিত্ব  করেন ২০০৬-২০০৮ পর্যন্ত। তা ছাড়াও তিনি ২০০৬ সালে কর্পোরেট ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন বেক্সিমকো ক্রিকেট দলের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন। তারপর তিনি BPL T20 ম্যাচের উদ্বোধনী আসরে উপদেষ্টা কমিটির সভাপতিত্বের দায়িত্বরত ছিলেন। 
তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৩ তম সভাপতি ছিলেন আ হ ম মোস্তফা কামাল। তিনি ৩ বছর দায়িত্বে থাকা কালিন international cricket council এর সভাপতিত্বে দায়িত্ব পান। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন খালে থাকাই ১৭ অক্টোবর ২০১২ সালে ১৪তম সভাপতির দায়িত্ব পায় নাজমুল হাসান পাপন।
তিনি এখন ও পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজ পর্যন্ত বাংলাদেশের েইতিহাসে এত দিন কেউ সভাপতির আসন ধরে রাখতে পারিনি।

নাজমুল হাসান পাপনের শ্বশুর কে ?

নাজমুল হোসেন বাবনের শ্বশুরের নাম হাসেম আলী। তিনি ছিলেন এক জন ব্যবসায়ী ও দোহার উপজেলার পরিষদের  চেয়ারম্যান । সেই সাথে তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি ৪অক্টোবর ২০২১ সোমবার ঢাকা স্কয়ার হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নাজমুল হাসান পাপন এর সন্তান কে ও স্ত্রীর পরিচয়

বিভিন্ন গণমাধ্যম ও নিউজ পেপারের মাধ্যমে জানা যায় তার একটি পুত্র সন্তান ও দুইটি কন্যা সন্তান আছে। তার ছেলে ও ছোট মেয়ের নাম কখনো জানা যায়নি। তার বড় কন্যা সন্তানের নাম সুমেরা রহমান তন্নী। 
২০১৭ সালে মুস্তাক হাসান শহীদ সুলতানা এর পুত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তন্নী।

স্ত্রীর পরিচয়:

নাজমুল হাসান পাপনের স্ত্রীর নাম মিসেস রোকসানা হাসান। তাকে বেশ কয়েকবার গণমাধ্যমের সামনে দেখা গিয়েছে। কিন্তু তার ব্যাপারে ব্যক্তিগত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি একজন গৃহিণী । তবে পাপনের সাথে তাকে বেশ কয়েকবার মাঠে দেখা গিয়েছে । তাছাড়াও তার ব্যক্তিগত কাজে সহযোগিতা করতে দেখা গিয়েছে। আবাহনী মাঠে ২০১৪-১৫ প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগের খেলায় উদ্বোধন করতে দেখ গেছে মিসেস রোকসানা হাসান কে ।

বর্তমান নাজমুল হাসান পাপন কোন আসনের এমপি ?

বাবা জিল্লুর রহমান ১৯ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহন করার কিশোরগঞ্জ -৬ আসন ফাকা হয়ে যায়। ফাকা আসনে প্রথম বার নৌকার প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ -৬ আসনে ২০০৯ সালে নির্বাচন করে পাপন। সেই নির্বাচন প্রথম বারেই সংসদ সদস্য হিসাবে জয় লাভ করে। তরপর একা ধারে নৌকার প্রার্থী হিসাবে দশম, একাদশ ও দ্বাদশ  সংসদ নির্বাচন বিজয় লাভ করে। দ্বাদশ নির্বাচনে বিজয় লাভ করার পর সংসদ সদস্য সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ লাভ করে ।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এর বেতন কত

পাপনের বেতন জানতে হলে আগে জানতে হবে সে কি কি কারণে বেতন পায়। আমরা সবাই জানি তিনি বিসিবি এর সভাপতি। দ্বাদশ নির্বাচনের আগে তিনি একজন সংসদ সদস্য ছিলেন। কিন্তু দ্বাদশ নির্বাচনের পর তিনি একজন মন্ত্রী পদ লাভ করে। এখানে বোঝা যায় তার বেতনের উৎস বিসিবি সভাপত্বি ও মন্ত্রী পদ। আর বাংলাদেশে একজন মন্ত্রীর বেতন প্রতিমাসে এক লক্ষ পাঁচ হাজার টাকা।
আর বিসিবি এর সভাপতি বেতন কখনো প্রকাশ করেনি। তাই নাজমুল হাসান পাপন বিসিবি থেকে কত বেতন পায় এটা বলা সম্ভব না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url