নেইমার কত সাল থেকে বিশ্বকাপ খেলে

বর্তমান সময়ের সেরা ফুটবলারকে এমন প্রশ্নের উত্তরে মেসি, রোনালদো পর আপনার নেইমার এর নাম অবশ্যই নিতে হবে। কারণ তার খেলায় অসম্ভব মুগ্ধ হয়েছে ফুটবল প্রেমিকরা। তিনি খেলা দক্ষতার মাধ্যমে জায়গা করে নিয়েছে ফুটবল দের মনে।

নেইমার কত সাল থেকে বিশ্বকাপ খেলে


নেইমার কত সাল থেকে বিশ্বকাপ খেলে

তিনি জন্ম গ্রহন করেন ১৯৯২সালের ৫ ফেব্রুয়ারি । সান্তোস ফুটবল ক্লাবের হাত ধরে ২০০৩ সাল থেকে তা ক্লাব ক্যারিয়ার শুরু হয় । তখন তার বয়স ছিল ১১ বছর। নেইমার প্রথম বিশ্বকাপ খেলা করে ২০১৪ সালের ৬ জুন । তখন তার বয়স ছিল ২২ বছর। তিনি প্রথম বিশ্বকাপ খেলা করেন ক্রোয়েশিয়া বিরুদ্ধে । সেই খেলায় ব্রাজিল-৩ ও ক্রোয়েশিয়া-১ গোলের মাধ্যমে ব্রাজিল বিজয় লাভ করে। সেই খেলায় ৩টি গোলের মধ্যে ২টি গোল হয় নেইমারের পায়ে ।

নেইমার কয়টি বিশ্বকাপ খেলেছে 

১৯৩০ সাল থেকে শুরু হয় কিভাবে ফিফা বিশ্বকাপ।প্রতি চার বছর পর পর আয়োজিত হয় ফিফা বিশ্বকাপ। সব শেষ ২০২২ সালে কাতারে আয়োজিত হয় ফিফা বিশ্বকাপ। ২০২২ সালে শিরোপা বিজয়ী হয় আর্জেন্টিনা। আর্জেন্টিনা মোট তিনবার শিরোপা অর্জন করে। বিশ্ববিজয়ীর তালিকায় পাঁচবার শিরোপা অর্জন করে প্রথম স্থানে আছে ব্রাজিল।

নেইমার মোট তিনটি ফিফা বিশ্বকাপ খেলা করেছে। ২০১৪,২০১৮,২০২২ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন নেইমার। 
Previous Post
No Comment
Add Comment
comment url